টার্মস অ্যান্ড কন্ডিশনস (শর্তাবলী): এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। যদি আপনি এই শর্তাবলীর সাথে একমত না হন, তবে দয়া করে ওয়েবসাইটটি ব্যবহার থেকে বিরত থাকুন। সেবা ও পণ্য: আমরা বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ও গ্যাজেট সরবরাহ করি। প্রতিটি পণ্যের বিবরণ, মূল্য এবং প্রাপ্যতা ওয়েবসাইটে উল্লিখিত। আমরা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পণ্য ও সেবার পরিবর্তন, সংশোধন বা অপসারণের অধিকার সংরক্ষণ করি। অর্ডার ও পেমেন্ট: অর্ডার করার সময় সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে। আমরা বিভিন্ন পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি, যা চেকআউট এর সময়ে উল্লেখ করা হয়। প্রোডাক্টের ডেলিভারি চার্জঃ ঢাকার মধ্যেঃ ৬০টাকা ঢাকার বাইরেঃ ১৩০টাকা অর্ডার কনফার্ম করার সময় ১৫০টাকা অগ্রিম প্রদান করতে হবে এবং বাকী টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার দিলেই হবে।অথবা প্রথমেই ফুল পেমেন্ট করেও অর্ডার করা যাবে। ডেলিভারি: আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি প্রদান করি।সাধারনত ৩টি কোরিয়ার আমরা ব্যাবহার করে থাকিঃ Pathao,Redx,Steadfast ওয়ারেন্টিঃ ওয়ারেন্টি যুক্ত কোন প্রোডাক্টে কোন ধরনের সমস্যা দেখা দিলে সেটা ওয়ারেন্টির শর্ত অনুযায়ী সমাধান করে দেয়া হবে।এক্ষেত্রে প্রোডাক্ট আমাদের কাছে পাঠানো ও প্রোডাক্টের সমস্যা সমাধানের পরে সেটি রিসিভ করা - উভয় ক্ষেত্রেই ডেলিভারি চার্জ সম্মানিত কাস্টমারকেই বহন করতে হবে।

Main Menu